অলিম্পিয়াডের আদলে জাতীয় পর্যায়ে শনিবার থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ। গতকাল ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান উদ্যোক্তারা। দেশের তরুণদের ডিজিটাল দক্ষতাকে বিশ্বমানের পর্যায়ে নিতে এই প্রতিযোগিতার আয়োজন করছে ভি-টিউটর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
১৩ থেকে ২২ বছর বয়সি বাংলাদেশের সব শিক্ষার্থীর জন্য আয়োজিত এই প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে ঢাকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। শীর্ষ স্কোরধারীরা সুযোগ পাবেন জাতীয় রাউন্ডে প্রতিযোগিতায় অংশগ্রহণের।
চ্যাম্পিয়নশিপে শিক্ষার্থীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টে নিজেদের দক্ষতা যাচাই ও এমওএস সার্টিফাইড প্রফেশনাল হওয়ার সুযোগ পাবেন।
জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী সবাই সুযোগ পাবেন মাইক্রোসফটের অফিশিয়াল সার্টিফিকেশন অর্জন এর সব ন্যাশনাল চ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো, ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন বিনামূল্যে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী মোশতাক জহির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর এম ডি পির চেয়ারম্যান ড. রিদওয়ানুল হক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. আহমেদ ওয়াসিফ রেজা প্রমুখ।