ইসরায়েলের একটি কারাগারে অপুষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছে ১৭ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর ওয়ালিদ খালিদ আহমেদ। ময়নাতদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্যালেস্টাইন প্রিজনারস সোসাইটি (পিপিএস) জানায়, ২০২৩ সালের অক্টোবরে হামাস–ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম কোনো কিশোর বন্দির মৃত্যু হলো। গত ২২ মার্চ ইসরায়েলের মেগিদো কারাগারে ওয়ালিদের মৃত্যু হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে রামাল্লার নিজ বাড়ি থেকে ইসরায়েলি সেনারা তাকে গ্রেপ্তার করেছিল। তার বিরুদ্ধে পাথর নিক্ষেপ ও ককটেল ছোড়ার অভিযোগ আনা হলেও পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে।
পিপিএস আরও জানিয়েছে, ওয়ালিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন করা হয়নি এবং তার মামলার শুনানি বারবার পেছানো হয়েছে।
মৃত্যুর পাঁচ দিন পর তেল আবিবের আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে ওয়ালিদের ময়নাতদন্ত করা হয়। সেই রিপোর্টের একটি অনুলিপি পরিবারের হাতে রয়েছে, যা তারা আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে সরবরাহ করেছে।
এ ঘটনায় মন্তব্য জানতে ইসরায়েলের নিরাপত্তা বিভাগ, প্রতিরক্ষা বাহিনী ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো পক্ষই তাৎক্ষণিক সাড়া দেয়নি। আইন মন্ত্রণালয় পরে কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়।
ইসরায়েলের কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কিশোরটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসক দল পাঠানো হয়েছিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। প্রতিটি বন্দির মৃত্যুর মতোই, এ ঘটনাও তদন্ত করে দেখার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত শেষে প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/নাজিম