আবারও গ্রিনল্যান্ড দখলে নেওয়ার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘বিশ্বশান্তির জন্য’ যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন।” এ বক্তব্যের মধ্য দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত এ ভূখণ্ডকে তার দেশের নিয়ন্ত্রণে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষাই আরও বাড়িয়ে তুললেন ট্রাম্প।
এদিকে, ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, তার দেশ 'আর্কটিকে বৈশ্বিক নেতৃত্ব আরও শক্তিশালী করবে'। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, এই অঞ্চলে 'ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা' ক্রমশ তীব্র হচ্ছে। এর প্রমাণ হিসেবে তিনি প্রথমেই উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনার কথা। তবে মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে কোনো সমালোচনা করেননি ক্রেমলিন নেতা।
এটি তাৎপর্যপূর্ণ, কারণ বর্তমানে হোয়াইট হাউস ও ক্রেমলিন তাদের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। পুতিন বলেন, 'সংক্ষেপে, গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার পরিকল্পনা অত্যন্ত গুরুতর। এর ঐতিহাসিক শিকড় অনেক গভীরে প্রোথিত। এটি স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে আর্কটিকে তাদের ভূ-কৌশলগত, সামরিক-রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ বাস্তবায়ন করতে থাকবে।' তিনি আরও বলেন, 'গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা দুটি নির্দিষ্ট দেশের বিষয়, এতে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।'
তবে এই মন্তব্য এসেছে এমন একজনের কাছ থেকে, যিনি একটি স্বাধীন প্রতিবেশী দেশে সামরিক আগ্রাসন চালিয়েছেন এবং বিশাল অঞ্চল দখলের দাবি করেছেন। জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে ওয়াশিংটন ও মস্কো একে অপরের কঠোর সমালোচনা করত। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে।
বিডি-প্রতিদিন/শআ