আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, চলমান বিচার প্রক্রিয়ার গতি অব্যাহত থাকলে ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্ট অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর রায় ঘোষণা সম্ভব হবে। গতকাল ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘যেভাবে বিচার কার্যক্রম এগোচ্ছে, তাতে আমরা আশাবাদী যে, কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি এ বছরের মধ্যেই সম্ভব হবে।’
চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলাগুলোর বিচার ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। এসব মামলায় প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখও নির্ধারিত হয়েছে। আগামী ৪ আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলায়। এ ছাড়া ১১ আগস্ট সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের মামলারও সাক্ষ্য গ্রহণ হবে।
তিনি আরও বলেন, আগামী মাসে বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলা এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলায়। এ ছাড়াও যাত্রাবাড়ী, রামপুরা এবং উত্তরা এলাকায় সংঘটিত অপরাধের মামলাগুলোর তদন্তকাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।