রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মঙ্গলবার রাতে ২৯৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। যার মধ্যে প্রায় ৪০টি ড্রোন মস্কোর দিকে ধেয়ে আসছিল। ইউক্রেনের ড্রোন হামলার ফলে বেশ কয়েক ঘণ্টা বিমান চলাচল ব্যাহত হয়েছে বলে জানায় রাশিয়া।
বুধবার এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার রাতে বিমান-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ২৯৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। গত রাতের হামলাকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে কিয়েভ কর্তৃক চালানো সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে একটি বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/বাজিত