দীর্ঘ এক মাস অবকাশকালীন ছুটির পর আজ রবিবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে নিয়মিত বিচারকাজ শুরু হচ্ছে। এরই মধ্যে আপিল বিভাগে দুটি এবং হাই কোর্ট বিভাগে ৪৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এদিকে আজ সুপ্রিম কোর্ট খোলার পরই গুরুত্বপূর্ণ পাঁচ মামলার শুনানি শুরু হতে পারে বলে জানা গেছে। এর আগে গত ২০ মার্চ থেকে সুপ্রিম কোর্টে অবকাশ শুরু হয়। শেষ হয়েছে গতকাল শনিবার। অবকাশকালীন এই সময়ে জরুরি বিষয়াদি শুনানির জন্য হাই কোর্টে অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ এবং আপিল বিভাগে অবকাশকালীন চেম্বার জজ আদালত চলমান ছিল। গুরুত্বপূর্ণ ওই পাঁচ মামলা হচ্ছে- সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে রিট, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে রিভিউ, উচ্চ আদালতের বিচারক নিয়োগ অধ্যাদেশ চ্যালেঞ্জ করে করা রিট, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি এবং জামায়াত নেতা এ টি এম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন। এই মামলাগুলোর মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় প্রধান বাধা সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে করা রিট আবেদন শুনানির জন্য আজই হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হবে। এ বিষয়ে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে আমরা একটি রিট আবেদন করেছিলাম। অবকাশের আগে রিটটি আংশিক শুনানি হয়েছিল। এরপর বেঞ্চটি ভেঙে যায়। এ জন্য আমরা রবিবারই (আজ) বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করব। এ ছাড়া তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানির জন্য ৮ মে, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য ২২ এপ্রিল আপিল বিভাগে ধার্য রয়েছে। আর সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের চারটি ধারার বৈধতা নিয়ে রিট শুনানির জন্য ২২ এপ্রিল ধার্য রয়েছে হাই কোর্টে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেওয়া রায়ের বিষয়ে দলটির আপিল আবেদনও আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। দলটির আইনজীবীদের আশা, আজ কোর্ট খোলার পর প্রথম সপ্তাহেই শুনানির জন্য কার্যতালিকায় আসবে গুরুত্বপূর্ণ এ মামলাটি।
শিরোনাম
- প্রতিদিন ৪০ আত্মহত্যা: চামড়া ও চেহারার যুদ্ধ দক্ষিণ কোরিয়ায়
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
এক মাস পর আজ খুলছে সুপ্রিম কোর্ট
শুনানি শুরু হতে পারে গুরুত্বপূর্ণ পাঁচ মামলার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর