ডোনাল্ড ট্রাম্প সৃষ্ট বাণিজ্য যুদ্ধে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব কমাতে মার্কিন পণ্য আমদানি শুল্ক যুক্তিসংগত করাসহ বিভিন্ন উপায় খুঁজতে শুরু করেছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্কারোপ করেন ট্রাম্প। বাংলাদেশের পণ্যের ওপরও আরোপ করা হয়েছে ৩৭ শতাংশ শুল্ক। এতে আগামী ৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে গুনতে হবে ৫২ শতাংশ পর্যন্ত শুল্ক। যা প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি। ফলে তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, সিরামিক, ফার্মাসিউটিক্যালস রপ্তানি-কারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাই যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে রপ্তানিতে শুল্ক যৌক্তিকীকরণের কাজ শুরু করেছে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-সহ সব মন্ত্রণালয় ও সংস্থাগুলো। এনবিআর এবং বিডার একটি প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৩০টি পণ্যের ওপর উচ্চ শুল্ক রয়েছে। কৃষিপণ্য, কিছু কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতিসহ এসব পণ্যে বর্তমানে ২৬ দশমিক ২ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত শুল্ক রয়েছে। কর্মকর্তারা আনুমানিক হিসাব করে বলেছেন, বাংলাদেশে মার্কিন পণ্যের ওপর গড় শুল্ক ৬ শতাংশ। আমেরিকা থেকে আমদানি করা প্রধান পণ্য হলো তুলা, স্ক্র্যাপ এবং উড়োজাহাজের মেশিন, যেগুলো বাংলাদেশে বেশির ভাগ ক্ষেত্রেই করমুক্ত। বাংলাদেশ মাঝেমধ্যে যুক্তরাষ্ট্র থেকে উচ্চমানের গাড়িও আমদানি করে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক আলোচনায় পারস্পরিক সহযোগিতা বজায় রাখার জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে হতে পারে বলেও জানিয়েছেন একজন কাস্টমস কর্মকর্তা। এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্য দেশ হিসেবে বাংলাদেশ একটি দেশের জন্য কোনো পণ্যের ওপর কর কমাতে পারবে না। তিনি আরও বলেন, যদি আমরা কর কমিয়ে দেই, তাহলে সব দেশের জন্য তা কমাতে হবে। এনবিআর মনে করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার একটি প্রধান বিষয় হলো আমদানি বাড়িয়ে বাণিজ্য ভারসাম্যহীনতা কমানো। ইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি পণ্য পোশাকের একক বৃহত্তম বাজার হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক-কর কমানোর বিষয়ে এনবিআরের পক্ষ থেকে কী করা যেতে পারে, তা চিন্তা করা হচ্ছে।
শিরোনাম
- ২০৩০ সালে বাণিজ্যিক ৬জি চালু করবে চীন
- গাজা যুদ্ধ বন্ধ চেয়ে চিঠি দেওয়া ১০০০ সেনাকে বরখাস্ত করল ইসরায়েল
- আগুনে পুড়ে গেল আনন্দ শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিস্ট হাসিনার মোটিফ
- ইরানের সঙ্গে ব্যবসা, মার্কিন নিষেধাজ্ঞার কবলে দুবাইয়ের ভারতীয় ব্যবসায়ী
- সত্যিই কি শ্রীলীলার সঙ্গে প্রেম করছেন কার্তিক?
- ১৩ বছর আগে বিলাসবহুল হোটেলে যে কাণ্ড ঘটিয়েছিলেন সাইফ আলী খান
- সম্পত্তির জন্য বাবাকে বেঁধে গরম পানি ঢেলে নির্যাতন
- এই সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই: সেলিমা রহমান
- জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির নেত্রী কারাগারে
- দেশে নতুন সংকট তৈরির চেষ্টা হচ্ছে : নুর
- বাংলাদেশ নামের পরিবর্তন নয়, প্রজাতন্ত্রকে ‘জনকল্যাণ’ করার প্রস্তাব
- পাচার হওয়া অর্থ ফেরাতে হবে বিদেশী আইনে: গভর্নর
- সাভারে দুই চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি
- প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: গোলাম পরওয়ার
- হার্ভার্ডের পাশেই বিলাসবহুল যৌনপল্লি, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত অনুরাগ
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- কারাগারে পাঠানো হলো ‘ক্রিম আপা’কে
- পিএসএলে আজ রিশাদদের ম্যাচ, সুযোগ পাবেন কি এই লেগস্পিনার?
- ‘শাহরুখ থাকতে আমি আর কে! গানগুলো ও নিজেই গেয়েছে’
- দূষণবিরোধী অভিযানে ৬৪৮ ইটভাটা বন্ধ
মার্কিন পণ্যে যেভাবে শুল্ক যুক্তিসংগত করবে বাংলাদেশ
শাহেদ আলী ইরশাদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর