তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে সহি-শুদ্ধ কোনো আওয়ামী লীগ নেই, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দুধে ধোয়া তুলসীপাতা নয়। তাই আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। গতকাল রাজধানীর ফকিরাপুলে নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর সোসাইটি আয়োজিত জুলাই শহীদদের স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
মাহফুজ আলম আরও বলেন, অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে শত্রুদের সুযোগ করে না দিলে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। তিনি বলেন, সংস্কার ও বিচার প্রশ্নে ছাড় দেওয়া যাবে না। মাহফুজ আরও বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী বিদেশি অর্গান। দিল্লি থেকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করা হয়। দলমতনির্বিশেষ আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর দরকার নেই। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং তার আগে বিচার ও সংস্কার দৃশ্যমান হবে।