কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাটুয়াকান্দি গ্রামের তালেবুর রহমান টুকু (৫২) কর্মস্থল থেকে ফেরার পথে গত ১৫ সেপ্টেম্বর নিখোঁজ হয়েছেন। তিনি নাটোরের লালপুর বালির ঘাটে হিসাবরক্ষকের কাজ করতেন। এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার কোনো হদিস পাওয়া যায়নি।
রবিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করেন নিখোঁজের বড় ভাই জারমান আলী ও স্বজনরা। তারা জানান, নিখোঁজের দিন রাত সাড়ে ৭টায় তিনি নৌকাযোগে ভেড়ামারার রায়টা পাথরঘাটে পৌঁছান। রাত ৭টা ৫০ মিনিটে সর্বশেষ তার স্ত্রী নাসিমা খাতুনের সঙ্গে ফোনে কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ। স্বজনরা আশঙ্কা করছেন, তালেবুর রহমান টুকু হয়তো অপহরণের শিকার হয়েছেন।
তালেবুর রহমান নিখোঁজ হওয়ার পরপরই ১৬ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় জিডি দায়ের করা হয়েছে। জিডি নং ৮৪৭। স্বজনরা অভিযোগ করেছেন, পুলিশ তদন্ত করছে বললেও এখনও পর্যন্ত তাদের কোনো সঠিক তথ্য জানানো হয়নি।
ভেড়ামারা থানার এসআই নাজমুল হোসেন বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। তদন্ত কাজ এগিয়ে চলছে। তবে এখন পর্যন্ত কোনো আশানুরূপ ক্লু পাওয়া যায়নি।
নিহত বা নিখোঁজের মতো ঘটনার কারণে এলাকাবাসী উদ্বিগ্ন এবং তারা দ্রুত নিখোঁজ তালেবুর রহমানকে খুঁজে বের করার জন্য পুলিশকে তৎপর থাকার আহ্বান জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল