ক্যাপিটাল ড্রামা বরাবরই ব্যতিক্রমী গল্প ও উপস্থাপনার জন্য পরিচিত। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিবারের মতো তাই এবারও ক্যাপিটাল ড্রামা প্ল্যাটফর্মে অবমুক্ত হয়েছে রহস্য ও থ্রিলারধর্মী নতুন নাটক ‘ফান্দা’। বসুন্ধরা হাউজিং নিবেদিত নাটকটি গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় শুধুমাত্র ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। নাটকটি নির্মাণ করেছেন এ কে পরাগ; গল্পও লিখেছেন তিনি। এদিকে ফান্দা নামটি যেমন রহস্য বহন করেছে, তেমনি নাটকের টিজার, ট্রেলার ও ভিজ্যুয়ালেও প্রকাশ পেয়েছে অপ্রত্যাশিত টুইস্ট। নির্মাতা সূত্রে গল্পটি সম্পর্কে জানা যায়, ফান্দা নামটি এসেছে ফাঁদ থেকে। কোনো ফাঁদে আটকে যাওয়ার ব্যাপারটাই মূলত ফান্দা। তবে ফান্দা বেসিক্যালি নেত্রকোনার একটি গ্রামের নাম। এই গ্রামের মানুষের জীবনের গল্প নিয়েই নাটকটি আবর্তিত। এই গল্পে একটি ক্যারেক্টার থাকে, যার নাম খলিল। যে প্রচণ্ড পরিমাণ ঋণে জর্জরিত একজন মানুষ। একপর্যায়ে এই খলিলকে নিয়ে মানুষজন অন্য ভাবনা ভাবে যে তাকে হয়তো জিনে ধরছে। এ ব্যাপারটাকে কেন্দ্র করেই গল্পটা এগিয়ে যায়। এই জিনে ধরার সঙ্গে সঙ্গে গ্রামজুড়ে আরও কিছু ঘটনা ঘটতে থাকে। সব মিলিয়েই গল্পটা। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা। ‘খলিল’ চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। আর তানজিন তিশাকে? সেটা তো ভক্তরাই নাটকটি দেখে বলবেন। কারণ, এর আগে রহস্যেমোড়া পোস্টার, টিজার, ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। নানারকম প্রশ্ন যেন দর্শকদের উত্তরের খোঁজে টেনে নিয়ে গিয়েছিল। খলিল কে? তানজিন তিশা বা আরফান মৃধা শিবলু বা অন্যান্য চরিত্রগুলো কেমন? কী তাদের ভূমিকা? তবে সব রহস্যের ইতি টেনে অবশেষে ক্যাপিটাল ড্রামাতে উন্মোচিত হয় ‘ফান্দা’র রহস্য। গল্পের কেন্দ্রীয় চরিত্র খায়রুল বাসার ও তানজিন তিশার রহস্যময় চরিত্রও সবার নজরে আটকায়। এদিকে ‘খলিল’ চরিত্রে অভিনয় নিয়ে খায়রুল বাসার বলেন, ‘ফান্দা আমার কাছে রহস্য গল্প। এ গল্পে আমি খলিল চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রটার এক রহস্যময় চলন আছে। খলিল সরল নিম্নবিত্ত মানুষের প্রতিনিধিত্ব করলেও তার পেশা, তার লক্ষ্য, তার চতুরতা তাকে সরলভাবেই আলাদা করেছে এই গল্পে। এমন নানামাত্রিক চলনের চরিত্রে অভিনয়ের সুযোগ কমই আসে। গল্পটা পড়ার পরই আমি একবাক্যে রাজি হয়ে যাই কাজটা করার জন্য। মূলত ফান্দার বাসিন্দাদের প্রেমে পড়েছি গল্পটা পড়ে। জীবনকে একটু সাজাতে নিজের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে একটা মানুষ একটা পরিবার একটা সমাজকে নিত্যদিন এক অদ্ভুত বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়েছে এই গল্প। আমার ডিরেক্টর এ কে পরাগ। আমার কো-আর্টিস্ট তানজিন তিশা এবং অন্যান্য সবাই দারুণ উপভোগ করেছি কাজটা করতে। সবাই ভীষণভাবে সম্পৃক্ত ছিলেন কাজটার সঙ্গে। এই সময়ে স্বাভাবিকভাবেই ফান্দার মতো একটা ভিন্ন গল্প দর্শকদের কাছে উপস্থাপনের উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপ এবং ক্যাপিটাল ড্রামার প্রতি সাধুবাদ। আশা রাখি, আমাদের দর্শক কাজটা দারুণ উপভোগ করবেন।’ অন্যদিকে অভিজ্ঞতা নিয়ে তানজিন তিশা জানান, ‘পুরো টিম ছিল ভীষণ নিবেদিত। প্রতিটি দৃশ্যে ছিল পেশাদারি আর সৃজনশীলতা।’ নির্মাতা এ কে পরাগের মতে, ‘ফান্দা’ শুধু একটি থ্রিলার নাটক নয়, বরং এটি সমাজের একশ্রেণির মানুষের জীবন, স্বপ্ন, সংগ্রাম এবং ভাগ্য পরিবর্তনের চেষ্টা নিয়ে নির্মিত।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, মাহমুদ আলম, শারমিন সুলতানা শর্মি, এ্যালেন টিটু, মুক্তার, মনিশা প্রমুখ। নাটকটির স্ক্রিন প্লে ও সংলাপে সাকিব হাসান বাঁধন ও এ কে পরাগ। সিনেমাটোগ্রাফিতে রয়েছেন রাজু রাজ। এটিতে রয়েছে গান ‘ছু মন্তর ছু’, যেটি গেয়েছেন অনিমেষ রয় ও দোলা রহমান। অনিমেষ রয়ের রচনায় গানটির মিউজিক ডিরেক্টর ই কে মজুমদার ইশতি। ফান্দা নাটকটির প্রযোজক আনোয়ারুল আলম সজল জানান, সামনেই ‘ছু মন্তর ছু’ গানটি ক্যাপিটাল মিউজিকে অবমুক্ত হবে।
শিরোনাম
- স্বর্ণের স্মারক মুদ্রার দাম বেড়ে ১ লাখ ৭০ হাজার টাকা
- ডাকসু : কেন এমন হলো
- উদ্বেগ-উৎকণ্ঠা থেকে বাঁচার আমল
- ৬ লাখ কোটিতে ঠেকতে পারে খেলাপি ঋণ
- স্নাতক ডিগ্রিধারী ২৯% তরুণ বেকার, বেশি ঢাকা বিভাগে
- শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব : জাকসু নির্বাচন কমিশন
- বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- একটি ইলিশ বিক্রি ৮ হাজার ৭৫০ টাকায়
- স্ন্যাপচ্যাটে শিশু-কিশোরদের সামনে মাদক কারবার: গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
- ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক কেন খুন হলেন, কী ঘটেছিল, কে ছিলেন তিনি?
- জবি ক্যাম্পাস সংলগ্ন অবৈধ দোকানপাট ও বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে সমাবেশ
- পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত
- বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
- নজরুলের স্মরণে নর্দান ইউনিভার্সিটিতে সেমিনার
- স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বনজ সম্পদের চাপ কমানো সম্ভব: পরিবেশ উপদেষ্টা
- জাফলংয়ে নিখোঁজ পর্যটকের সন্ধান এখনো মেলেনি
- ৪৮তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ
- সন্ধান মিলছে না নিখোঁজ ব্যাংকারের
- কেএমপির আট থানার ওসি বদল
- দিনাজপুরে মাঠেই কৃষকের পাঠশালা, আধুনিক কৃষিতে বাড়ছে দক্ষতা
রহস্য, থ্রিলার আর চমকের প্রতিশ্রুতি
ক্যাপিটাল ড্রামায় অবমুক্ত ‘ফান্দা’
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর