ইসরায়েল কর্তৃক আটক অবস্থায় নিহত আরো ৩০ ফিলিস্তিনির মরদেহ গাজা উপত্যকায় ফেরত দেওয়া হয়েছে, যাদের অনেকের দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করা হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল থেকে ৩০ জন বন্দির মরদেহ গ্রহণ করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২২৫টি মরদেহ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসক দল মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজ করছে, এরপর নিহতদের পরিবারকে জানানো হবে।
এদিকে, ইসরায়েলি বাহিনী তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও শুক্রবার গাজার বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে, যাতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, রেড ক্রসের তত্ত্বাবধানে মরদেহ ফেরত নেওয়ার সময় ইসরায়েলি বাহিনী একযোগে গাজা জুড়ে হামলা চালায়, যাতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হন।
গাজা সিটির শুজায়িয়া এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ব্যক্তি নিহত ও তাঁর ভাই আহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরেও এক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আগের এক হামলায় আহত আরেক ব্যক্তি শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সূত্র: সামাটিভি
বিডি প্রতিদিন/নাজিম