জনগণ, দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়ন বিএনপি ও সহযোগী-অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় খলসী মধ্য বাজারে এ প্রচারণা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।
খলসী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ড. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নূরুল ইসলাম কুন্টু।
প্রধান অতিথির বক্তব্যে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ, দেশ ও দেশের সার্বভৌমত্ব। আমরা তারেক রহমানের দিকনির্দেশনায় সংগঠনকে শক্তিশালী করতে চাই। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের যে অঙ্গীকার বিএনপি নিয়েছে, তা বাস্তবায়ন করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, দলের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। মনোনয়ন যাকেই দেওয়া হোক না কেন, ধানের শীষের বিজয়ের জন্য প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজন ও কোন্দল ভুলে গিয়ে একে অপরের সহযোগী হয়ে কাজ করতে হবে। বিএনপি হচ্ছে জনগণের দল — এখানে মতভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি।
সভায় বক্তারা বিএনপির গণতান্ত্রিক আন্দোলন, জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় দলের ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে একটি জনগণভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হবে, যেখানে শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায়বিচারের নিশ্চয়তা থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিল্টু, শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, মানিকগঞ্জ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি এনামুল হক, জেলা কৃষক দলের সদস্য আবুল কালাম, জেলা কৃষক দলের সদস্য লিটন হোসেন মুহুরী, দৌলতপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট শাহীন, ঘিওর উপজেলা কৃষক দলের সহসভাপতি চান্দু মিয়া, চকমিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামরুল হাসান বাচ্চু, জিয়নপুর ইউনিয়ন বিএনপি নেতা রহিম সর্দার, ধামশর ইউনিয়ন বিএনপি নেতা এডভোকেট জসিম, খলসী ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, জিয়নপুর ইউনিয়ন বিএনপি নেতা হিমোন খান, খলসী ইউনিয়ন বিএনপি নেতা মাসুদুর রহমান প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন