বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়া ফুটবল একাডেমির আয়োজিত বিএফএ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় বগুড়া সদরের এরুলিয়া হাইখোলা বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিদ্যুৎ বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা উদ্বোধন করেন বগুড়া ফুটবল একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ফাইনালে মুখোমুখি হয় বিদ্যুৎ বয়েজ ক্লাব ও তরুণ যুব সংঘ। খেলা শুরুর আগে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ।
খেলার প্রথমার্ধে বিদ্যুৎ বয়েজ ক্লাব ১-০ গোলে এগিয়ে যায়, যা শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র গোল হিসেবেই থেকে যায়। পুরো সময় জুড়ে ছিল টানটান উত্তেজনা ও উচ্ছ্বাস।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কালাম আজাদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সমিতির সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলসহ ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বগুড়া ফুটবল একাডেমির সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ।
বিডি প্রতিদিন/আশিক