এবার সৈয়দ আবদুল হাদী দর্শক-শ্রোতাদের জন্য নতুন চারটি গানে কণ্ঠ দিয়েছেন। আজম বাবুর পরিকল্পনা ও পরিচালনায় ঈদের দিন বিকাল ৫টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ‘জীবনের গান’ নামক অনুষ্ঠানে প্রচার হবে। অনুষ্ঠানটি উপস্থাপনায় আছেন জীবন্ত কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সব গানের সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। আর গানগুলো ভিডিও আকারে চ্যানেল আইতে প্রচারের জন্য ভিডিও নির্দেশনায় ছিলেন আজম বাবু। নতুন চারটি গানের মধ্যে দুটি গান মোহাম্মদ রফিকউজ্জামানের। বাকি দুটি গান সঞ্জয় শীল (সুর পুণম মিত্র) ও রূপা দেবনাথের। তিনটি গানের সুর করেছেন সৈয়দ আবদুল হাদী।