বাংলাদেশের সিনেমায় কাজ করছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। সম্প্রতি তিনি ‘ফোর্স’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি নির্মাণ করছেন নিরব-বুবলী-রোশানকে নিয়ে নির্মিত ‘চোখ’ সিনেমার পরিচালক আসিফ ইকবাল জুয়েল। পরিচালক আসিফ ইকবাল জানান, এ সিনেমায় পাকিস্তানের এ মডেলকে পুলিশের চরিত্রে দেখা যাবে। এক নারীর প্রতিশোধের গল্প ঘিরে এ সিনেমা।’ বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু হবে। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ- গাজীপুরে শুটিং করবেন এ তরুণ নায়িকা। প্রায় দুই সপ্তাহ বাংলাদেশে থাকবেন জারা। এপ্রিলে শুটিং শেষে এ বছরই ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে।