ভালোবাসা দিবস উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি বেলাল খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘এই ছিলো তোর মনে’ গানটি। ইতোমধ্যে গানটি রয়েছে সবার মুখে মুখে। গানটির কথা লিখেছেন সহোদেব সাহা। সুর করেছে সংগীতশিল্পী বেলাল খান নিজেই। সংগীতায়োজনে সজীব দাস। গানটির ভিডিওচিত্র ধারণে ছিলেন রাজ বিশ্বাস শঙ্কর। টাঙ্গাইলের করোটিয়ার মনোরম কিছু লোকেশনে গানটির দৃশ্যায়ন হয়। গানটিতে মডেল হিসেবে রয়েছেন রাফসান ইমতিয়াজ শান্ত ও আদ্রিতা তিথি। গানটি নিয়ে উচ্ছ্বসিত সংগীতশিল্পী বেলাল খান বলেন, ‘গানটি স্যাড ঘরানার। আমি যেরকম মেলোডি ধরনের গান করি, সেরকম। গানটি নিয়ে অনেক সাড়া পাচ্ছি। অনেকেই পজিটিভ কমেন্ট করছেন। গানটি নিয়ে তরুণেরা টিকটক করছে। আর ইউটিউবসহ সব প্ল্যাটফরমে গানটি নিয়ে যে যার মতো ভিডিও বানাচ্ছে। এগুলো সত্যিই আনন্দের।’