দেশের দুই পাবলিক বিশ্ববিদ্যালয় অশান্ত হয়ে উঠেছে হঠাৎ করেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলায় নিরাপত্তাহীন পরিস্থিতির উদ্ভব হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন উত্তোলনের শেষ দিনে রবিবার দফায় দফায় সংঘর্ষ বেধেছে। ছাত্রদল নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দাবি করছে। এ নিয়ে বেধেছে পক্ষ-বিপক্ষের সমর্থকদের সংঘর্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শনিবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস এলাকা। শনিবার রাত থেকে রবিবার বিকাল পর্যন্ত টানা সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত হয়েছেন তিন শতাধিক ব্যক্তি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংঘর্ষের পর রবিবার বিকাল ৪টা থেকে ক্যাম্পাস এবং আশপাশে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোমবারের পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়। শনিবার রাত ১২টার দিকে ২ নম্বর গেটের একটি ভাড়া বাসায় প্রবেশ নিয়ে এক ছাত্রী ও দারোয়ানের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। দারোয়ান ওই শিক্ষার্থীকে শরীরিকভাবে হেনস্তা করেছেন এই গুজবে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের মধ্যে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ। এ সময় মাইকে এলাকাবাসীকে জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। নির্দয় হামলায় শত শত শিক্ষার্থী আহত হন। বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে সেনাবাহিনী অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী মোতায়েন করা হয় এলাকাজুড়ে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রণক্ষেত্র সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক। দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- মোংলায় ৩১ হাজার শিশু-কিশোর পাবে টাইফয়েড টিকা
- ১০ বছরের জন্য গাজার নিয়ন্ত্রণ চায় ট্রাম্প, বানাবেন পর্যটন কেন্দ্র
- মুন্সিগঞ্জে দুই দিনে ৯ জনের মরদেহ উদ্ধার
- জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্য ও সহমর্মিতা জরুরি: রিজওয়ানা হাসান
- সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অসাংবিধানিক, বিচার বিভাগের জন্য গঠন করতে হবে আলাদা সচিবালয়
- বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
- নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- জনবান্ধব কর্মসূচির জন্য বিএনপিকে ডিএমপির ধন্যবাদ
- চবিতে সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ১০ সিদ্ধান্ত
- ‘পিআর পদ্ধতি ভুলে যান, ব্যালট নির্বাচন পদ্ধতির পথে আসেন’
- জাগপা সভাপতিকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- বুড়িচংয়ে স্ত্রীর পরকীয়ার অভিযোগে তরুণের আত্মহত্যা
- ইংল্যান্ডের জার্সিতে অভিষেকের দুয়ারে সনি
- নির্বাচনি ট্রেন থামানোর ষড়যন্ত্র চলছে: অমিত
- রাজবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আদাবরে পুলিশের ওপর হামলা, অভিযানে গ্রেফতার ১০২
- ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়ে আবার রাষ্ট্রক্ষমতায় যাবে: খোকন
- ১৪ বছর পর ফের তেল রপ্তানি শুরু করল সিরিয়া
- রাজধানীতে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল যুবকের
- সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
অশান্ত বিশ্ববিদ্যালয়
ওদের আইনের আওতায় আনুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর