বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা পাসপোর্ট অফিসের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে ভুঁইগড় এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “বিভিন্ন কর্মসূচিতে আমরা একত্রিত হলেও আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না আসতে পারায় একটি শূন্যতা রয়ে গেছে।” তিনি আরও বলেন, “ক্ষত-বিক্ষত বাংলাদেশকে পুনর্গঠন করতে হলে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। আগামী নির্বাচনের জন্য এখন থেকেই সবাইকে প্রস্তুতি নিতে হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, শরীফ আহম্মেদ টুটুল, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া প্রমুখ।
র্যালিতে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল