বাগেরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সকালে দলীয়, জাতীয় পতাকা উত্তোলনসহ বিকালে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি বের করেছে দলটির হাজারো নেতাকর্মী। এদিন সকালে জেলা বিএনপি অফিসে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বাগেরহাট শহরের দশানী মোড়ে সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় শহীদ মিনারের এসে শেষ হয়।
বিকালে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক শামিমুর রহমান, সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা শেখ অহিদুজ্জামান দিপু, শেখ কামরুল ইসলাম গোরা, প্রকৌশলী মাসুদ রানা, ব্যরিস্টার জাকির হোসেন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, মোজাফফর রহমান আলম, খান মনিরুল ইসলাম, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, ফকির তরিকুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ