অপারেশন ডেভিল হান্ট নামে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে শনিবার থেকে। এ অভিযানের লক্ষ্য হিসেবে সন্ত্রাসীদের পাকড়াও করার কথা বলা হচ্ছে। আশা করা হচ্ছে, এর মাধ্যমে আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরা সম্ভব হবে। গাজীপুর থেকে সন্ত্রাসী ধরার যে অভিযান শুরু হয়েছে, তা সারা দেশে সম্প্রসারিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত হয় এবং তা শনিবার থেকেই কার্যকর হয়েছে। গাজীপুরে গত শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে ভাঙচুর চালায় দৃশ্যত, একদল লোক। এ সময় মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয়- মন্ত্রীর বাড়ি ডাকাতি হচ্ছে। ডাকাতদের প্রতিহত করার জন্য এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে। তার আগেই সাবেক মন্ত্রীর বাসভবনে হামলার খবর শুনে তা ঠেকাতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। ছাত্ররা হাজির হতেই পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় গুরুতর আহত হয় ১৩ জন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে বৃহস্পতিবার রাতে এক উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে। লাইসেন্সধারী বেশির ভাগ অস্ত্র পুলিশের কাছে জমা দেওয়া হলেও লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখনো উদ্ধার করা যায়নি। গোয়েন্দা তথ্যানুযায়ী, পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। পরাজিত কোনো শক্তি জনগণের জন্য হুমকি হয়ে উঠলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা। যা খুবই প্রাসঙ্গিক। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরাজিত পক্ষ আপাতত গা-ঢাকা দিলেও তারা যে বসে নেই, তা স্পষ্ট। আশা করব, ডেভিল হান্টে সন্ত্রাসের সঙ্গে যারাই জড়িত থাক, তাদের পাকড়াও করা হবে।
শিরোনাম
- কুড়িগ্রামে মহাসড়ক ও বাস কাউন্টারে জরিমানা আদায়
- পাহাড়ে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- বরিশালে নছিমন উল্টে তরুণ নিহত
- বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন
- খোকসায় আট বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
- ‘শিক্ষাপ্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও আ.লীগ লুটপাট করে খেয়েছে’
- ট্রাম্পের শুল্ক-আঘাতে ধরাশায়ী এশিয়ার শেয়ারবাজার
- ভারতকে রুখে ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেল হামজারা, শীর্ষে মেসির আর্জেন্টিনা
- ঈদে সেনা-পুলিশের যৌথ টহলে নীলফামারীতে স্বস্তি
- বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিনে স্বাবলম্বী আনোয়ারা
- সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের ঈদ পুনর্মিলনী
- শচীনকন্যা সারা এবার ক্রিকেট দলের মালিক
- ১৮ হাজার টাকার জন্য চাপ, বিষপানে দিনমজুরের আত্মহত্যা
- ধলেশ্বরীতে সেনা অভিযানে অস্ত্রসহ ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক
- ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
- টিসিবির পণ্য বিক্রি শুরু রবিবার
- নতুন শুল্ক আরোপ ট্রাম্পের, দেশে দেশে পাল্টা পদক্ষেপের ঘোষণা
- এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক
- অস্কারে যাওয়া ‘লাপাতা লেডিজ’ এর বিরুদ্ধে নকলের অভিযোগ
- সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত