এক গ্রামে একটি ছোট্ট ছেলে ছিল। গ্রামের ভেড়াগুলো পাহারা দেওয়াই ছিল তার কাজ। এক দিন সে খুব বিরক্ত হয়ে গেল এবং একটু মজা করতে চাইল। তাই সে চিৎকার করে বলল, ‘নেকড়ে! নেকড়ে!’ ছেলেটির চিৎকার শুনে গ্রামবাসী সাহায্য করতে ছুটে এলো। কিন্তু এসে দেখল ছেলেটি তাদের দিকে তাকিয়ে হাসছে। কারণ, সেখানে কোনো নেকড়ে ছিল না। পরের দিন সে আবার একই কাজ করল। এবার গ্রামবাসী খুব রেগে গেল। এর কিছু দিন পর, সত্যি সত্যি একটি নেকড়ে এসে ভেড়াগুলোর ওপর হামলা করল। এবারও ছেলেটি চিৎকার করে বলল, ‘নেকড়ে! নেকড়ে!’ কিন্তু এবার কেউ তাকে বিশ্বাস করল না, এবং নেকড়েটি কিছু ভেড়া নিয়ে পালিয়ে গেল।
গল্পের নীতি :
যদি তুমি বারবার মিথ্যা বলো, তবে কেউ তোমাকে বিশ্বাস করবে না- এমনকি যখন তুমি সত্যি কথা বলছ!