রাজবাড়ী শহরে গভীর রাতে পার্কিং করে রাখা সরকার পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।
সরকার পরিবহনের সুপারভাইজার শাহিন জানান, ‘আমাদের বাসগুলো প্রতিদিন ট্রিপ শেষে পরিবহন মালিক সমিতির অফিসের সামনে ও স্টাফ কোয়ার্টারে পার্কিং করে রাখা হয়। রাত ২টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে জানতে পারি, রাজবাড়ী ব-১১-০০৭০ নম্বরের বাসটিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে বাসটি শ্রীপুর টার্মিনালে নিয়ে যাওয়া হয়।’
বাসটির মালিক কুঞ্জন কান্তি সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, ‘রাতের কোনো এক সময় কুঞ্জন কান্তি সরকারের বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে বাসটি ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত এই ঘটনার তদন্ত ও দায়ীদের শনাক্ত করা জরুরি।’
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জকির হোসেন জানান, ‘রাত ২টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের সদস্যরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
বিডি প্রতিদিন/জামশেদ