বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা বিদেশী মুদ্রা ও আগ্নৈয়াস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড। বুধবার সকালে এ অভিযান করা হয় কোস্ট গার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন। আটক ডাকাত সদস্য হলো নাইম (২৯)। সে মেহেন্দিগঞ্জ উপজেলার দড়ির চর খাজুরিয়া এলাকার বাসিন্দা।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, দড়ির চর খাজুরিয়া এলাকায় নাইমে নিজ ঘরে ডাকাতি করার উদ্দেশ্যে কয়েকজনকে নিয়ে বৈঠক করছিল। গোপনে এ খবর পেয়ে কোস্ট গার্ডের হিজলা ও কালিগঞ্জ স্টেশন নাইমের ঘরে অভিযান করে। এ সময় একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ, একটি চায়নিজ কুড়াল, বৈদেশিক মুদ্রাসহ নাইমকে আটক করা হয়েছে। নাইমের ঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিও উদ্ধার করা হয়েছে। তবে পালিয়ে গেছে অন্য সদস্যরা। এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করবে বলে জানিয়েছেন মিডিয়া কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম