‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নীলফামারী সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় এ উপলক্ষে বুধবার দুপুরে র্যালি, আলোচনা সভা ও হেলমেট বিতরণ করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এতে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী ফিরোজ হাসান, জেলা তথ্য কর্মকর্তা বায়েজীদ হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতিউর রহমান শেখ বক্তব্য দেন।
সভায় জানানো হয়, প্রতিদিনই সড়কে কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। এরফলে ঘটছে প্রাণহানি কিংবা পঙ্গুত্ব হওয়ার মত ঘটনা। যথাযথ নিয়ম না মেনে চলাচল করা এবং সচেতনতার অভাবে এসব দুর্ঘটনা ঘটছে। আমরা চাই না সড়কে একটিও দুর্ঘটনা ঘটুক। এজন্য সবাইকে নিয়ম মেনে সড়কে যানবাহন ব্যবহার করতে হবে।
বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, বিআরটিএ’র উদ্যোগে এ পর্যন্ত জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯টি পরিবারকে ৪৫লাখ টাকার সহায়তা দেয়া হয়েছে। বলেন, এবারই প্রথম দিবস ঘিরে সওজ ও বিআরটিএ’র উদ্যোগে ৬০ জনের মাঝে একটি করে হেলমেট বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম