সিরাজগঞ্জের শাহজাদপুরের বেলতৈল ইউনিয়নের কুঠিপাড়া সাতবাড়িয়ায় একটি কবরস্থান থেকে ১৬টি মানুষের কঙ্কাল গায়েব হয়েছে। ধারনা করা হচ্ছে গত সোমবার অমাবস্যার রাতে কবরস্থানের ১৬টি কবর খুঁড়ে ১৬টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কঙ্কাল চুরির পর ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্র রেখেই চলে গেছে দুর্বৃত্তরা। ঘটনা জানাজানি হওয়ার পর দলে দলে কবরস্থানে মানুষ এসে ভিড় করছে।
কবরস্থান পরিচালনা কমিটিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার বলেন, গত মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের মুসল্লীরা ফজরের নামাজ শেষে কবরস্থানে গেলে বেশ কিছু কবরের মাটি আলগা দেখতে পায়। পরে কাছে গিয়ে দেখেন কবরগুলো থেকে কঙ্কাল নিয়ে গেছে।
স্থানীয় স্কুল শিক্ষক ছানোয়ার হোসেন জানান, কবরস্থানের কঙ্কাল চুরির ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেখানে গত ১থেকে দেড় বছরের মধ্যে মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল।
কবরস্থান কমিটির সদস্য গোলজার হোসেন জানান, গত সোমবার অমাবস্যার রাতে কোন একসময় কবরস্থানে ঢুকে গত ১ থেকে দেড় বছর আগের কবর খুড়ে কঙ্কালগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে মুসল্লীদের মাধ্যমে জানাজানির পর ১৬টি কবর খোঁড়া অবস্থায় দেখা যায়। এসব কবর পরীক্ষা করে দেখা যায় মাথা থেকে কোমড় পর্যন্ত কঙ্কাল নিয়ে গেছে। পরদিন স্থানীয়দের মাধ্যমে খুড়ে রাখা কবরগুলোতে নতুন করে মাটি চাপা দেওয়া হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আছলাম আলী জানান, বিষয়টি কেউ থাকায় অবগত করেনি। অভিযোগ করলে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/এএম