চট্টগ্রামের হাটহাজারী উপজেলার স্কুলছাত্র মুহাম্মদ তানভীরের (১৪) মৃত্যুর ঘটনায় একই বিদ্যালয়ের দশম শ্রেণির তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে হাটহাজারী উপজেলা থেকে তাদের আটক করা হয়।
এর আগে, মঙ্গলবার দুপুরে পুরোনো হাটহাজারী পৌরসভা কার্যালয়ের সামনে তানভীরকে মারধর করা হয়। পরে সন্ধ্যায় হাসপাতালে তার মৃত্যু হয়। সে হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার প্রবাসী আবদুল বারেকের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর স্থানীয় বাজারে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে মারামারি হয়। তানভীরসহ কয়েকজন সেদিন এ মারামারি থামাতে যায়। এ সময় একটি পক্ষের সঙ্গে তানভীরের বাগবিতণ্ডা হয়। এর জেরে গতকাল মঙ্গলবার দুপুরে টিফিনের ছুটিতে তানভীর স্কুল থেকে বের হলে ১০-১২ জন তাকে মারধর করে। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সন্ধ্যায় তার মৃত্যু হয়।
হাটহাজারীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, তানভীরকে হত্যার ঘটনায় একই স্কুলের দশম শ্রেণির তিনজন শিক্ষার্থীকে আটক করা হয়। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি