৩৪তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় আলো ছড়াচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি। প্রতিযোগিতার প্রথম দিন একটি ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েছিলেন এ তরুণ সাঁতারু। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সের নীল জলে নেমে একের পর এক নতুন জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। গতকাল প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও চারটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন রাফি। এদিন মোট সাতটি জাতীয় রেকর্ড গড়েছেন সাঁতারুরা। রাফির ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডল, ৫০ মিটার বাটারফ্লাই, ১০০ মিটার ফ্রিস্টাইল ও শেষ রেকর্ডটি আসে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে। এ তরুণ সাঁতারু গত দুই বছর থাইল্যান্ডে স্কলারশিপ নিয়ে উন্নত প্রশিক্ষণ নিয়েছেন। এ ছাড়া এদিন আরও তিনটি রেকর্ড হয়েছে। সেনাবাহিনীর রোমানা আক্তার একাই দুটি রেকর্ড করেছেন- ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডলেতে ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে। এ ছাড়া ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর যুথী আক্তার নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।