“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ এ কর্মসূচির আয়োজন করে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও ডিসি অফিস চত্বরে পৌঁছে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন, বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিঃ) রবিউল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, ট্রাফিক পুলিশের ইনচার্জ আলতাফ হোসেন ও নিরাপদ সড়ক চাই নেতা মাহামুদ হোসেন লিটনসহ অনেকে।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি, মানসম্মত হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন জরুরি। নিরাপদ সড়ক গড়তে প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বক্তারা সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/এএম