ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আভিযান চালিয়ে ৭৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে র্যাব-১১ সিনিয়র এএসপি (অপস্ অফিসার) মো: গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার কৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর এলাকার মৃত মোঃ মোস্তফার ছেলে মোঃ ইউসুফ (২৬) ও রংপুরের বদরগঞ্জ মানসিংহপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ তোফান রানা (২৭)।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা উভয়ে পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের হেফাজতে থাকা ৭৮ কেজি গাঁজা একটি বিশেষ কৌশলে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লা হতে মদনপুর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিলো। তারা পরস্পর যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিলের চালান এনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানা একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম