বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেছেন, দেশ ও মানুষের কল্যাণে ধানের শীষে ভোট দিতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে সব সমস্যার সমাধান হবে। সবার জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। শিক্ষিত বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। যত দিন চাকরির ব্যবস্থা না হবে তত দিন বেকার ভাতা চালু থাকবে।’
বুধবার (২২ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের নতুন বাজারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়িত হলে কৃষক, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ হবে। কেউ না খেয়ে মরবে না। আর কোনো স্বৈরাচার এই দেশে জন্মাবে না। দেশের টাকা পাচার হবে না।
পথসভায় বক্তারা বলেন, দীর্ঘ সতেরো বছর মানুষ কথা বলতে পারে নাই। ভোট দিতে পারে নাই। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এবার ধানের শীষে ভোট দিয়ে বুঝিয়ে দেবে দেশটি জনগণের, ফ্যাসিস্টদের নয়।
দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মোল্লা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমানসহ স্থানীয় ও জেলা-উপজেলার নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/কেএইচটি