সড়কে শৃঙ্খলা ফেরাতে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ১৩টি মামলার পাশাপাশি তিনটি মোটরসাইকেল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। বুধবার (২২ অক্টোবর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে এই অভিযান চালায়।
র্যাব জানায়, দুর্ঘটনা হার কমানো এবং চালকদের মাঝে সচেতনতা বাড়াতে যানবাহনের ফিটনেস ও কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এসময় বিভিন্ন ধরনের অনিয়ম ও আইন অমান্য করায় কিছু মোটরসাইকেল জব্দ করা হয়। এর সঙ্গে আইন মেনে চলার জন্য চালক ও পথচারীদের আহ্বান জানানো হয়।
ট্রাফিক ইন্সপেক্টর পলাশ শাহা ও ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ অভিযানের নেতৃত্ব দেন। জানতে চাইলে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সড়কে প্রাণহানি কমাতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা হয়েছিল। জরিমানার চেয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কামাল