ভারতের অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারাম রাজু (এএসআর) জেলার মারেদুমিল্লির বনাঞ্চলে আবারও নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলিবিনিময় শুরু হয়েছে। বুধবার সকালের এই সংঘর্ষে এখন পর্যন্ত ৭ মাওবাদী নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে এই জেলায় পরপর দুটি সংঘর্ষের ঘটনা ঘটল।
রাজ্যটির বিজয়ওয়াড়ায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অন্ধ্রপ্রদেশের গোয়েন্দা বিভাগের এডিজি মহেশ চন্দ্র লাড্ডা বলেন, মঙ্গলবারের অভিযানের ধারাবাহিকতাতেই এই নতুন সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বুধবার সকাল ৭টা নাগাদ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত সাতজন মাওবাদী মারা গেছে। নিহতদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ সদস্য রয়েছে।
নিহতদের পরিচয় যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। তবে নিহতদের মধ্যে একজনের নাম মেত্তুরি জোগা রাও ওরফে টেক শঙ্কর, যিনি শ্রীকাকুলামের বাসিন্দা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শঙ্কর অন্ধ্র-ওড়িশা সীমান্ত (এওবি) অঞ্চলের এরিয়া কমিটির সদস্য (এসিএম) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং কারিগরি কার্যক্রম, অস্ত্র তৈরি এবং কমিউনিকেশন বিশেষজ্ঞ ছিলেন।
পুলিশ কর্মকর্তা লাড্ডা আরও বলেন, মঙ্গলবারের সংঘর্ষে হিদমা এবং আরও পাঁচজনের মৃত্যুর পর সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকের এই অভিযান চালানো হয়েছে।
এর আগে, মঙ্গলবারই নিরাপত্তাবাহিনীর হাতে ভারতের শীর্ষ মাওবাদী কমান্ডার মাদভি হিদমা, তার স্ত্রী মাদাকাম রাজেসহ নিষিদ্ধ সংগঠন ‘কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মাওয়িস্ট’-এর ছয়জন সদস্য নিহত হয়।
হিদমা নিষিদ্ধ সিপিআইয়ের (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দক্ষিণ বাস্তার ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ছিলেন, যেখানে তার স্ত্রী ছত্তিশগড় রাজ্য জোনাল কমিটির সদস্য ছিলেন।
বিডি প্রতিদিন/কেএইচটি