বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার অংশ হিসেবে ‘ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের সুলতানপুর কালিতলা পূজা মণ্ডপে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।
সভায় জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার মধ্যে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। ৫ আগস্টের পর থেকে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা এবং ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তখনই সব ধর্মের মানুষ যাতে তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। তারেক রহমান মনে করেন, বাংলাদেশ সবার, এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, স্থানীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক নয়ন সাহা, উৎসব কুমার দেবনাথ, কার্ত্তিক কুমার দেবনাথ, রঞ্জন চন্দ্র চক্রবর্তীসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফিজুর রহমান আকাশ।
বিডি প্রতিদিন/জামশেদ