বাগেরহাটের মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবনে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ছোট সুমন বাহিনীর ৪ বনদস্যুকে আটক করেছে। শনিবার মধ্যরাত ১টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় অভিযান চালিয়ে এসব বনদস্যুদের আটক করা হয়। এ সময় বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্যদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি এবং ৪ রাউন্ড ফাঁকা গুলির খোসা উদ্ধার করা হয়।
আটক বনদস্যুরা হলো মো. বিল্লাল হোসেন (২৫), মো. রবিউল শেখ (৩২), মো. জিন্নাত হাওলাদার (৩৫) ও মো. কালাম গাজী (২৪)। তাদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলায়।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজিএস স্বাধীন বাংলার নেভিগেটিং কর্মকর্তা লে. মো. খালিদ সাইফুল্লাহ এই তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন এলাকায় বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্যরা অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালায়। কোস্টগার্ড সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় পৌঁছালে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৪ জনকে আটক করা হয়। বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি এবং ৪ রাউন্ড ফাঁকা গুলির খোসা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বনদস্যুরা সুন্দরবনে তৎপর ছোট সুমন বাহিনীর সাথে দীর্ঘদিন ধরে জেলে-বনজীবীদের মুক্তিপণের দাবিতে অপহরণ ও অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।
বিডিপ্রতিদিন/কবিরুল