টাঙ্গাইলে কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সদর উপজেলার হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠে কৃষিবিদ টাঙ্গাইল সদরের আয়োজনে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠানে কৃষকদের মাঝে গাছের চারা ও বিভিন্ন প্রকার বীজ বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় কৃষকদের হাঁস-মুরগি ও গবাদিপশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে বিভিন্ন প্রাণী ও মৎস্য ভ্যাকসিনও বিতরণ করা হয়।
এসময় কৃষিবিদ, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক নেতৃবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান ও আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে পরামর্শমূলক বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/এএম