মেহেরপুরে অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী সদর উপজেলার আমদহ ইউনিয়নের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ব্যক্তিগত উদ্যোগে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং কুষ্টিয়ার ল্যাবকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সহায়তায় আয়োজিত এ ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ পান। স্থানীয়রা মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন ও এ কে এম খায়রুল বাশার, জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফসহ স্থানীয় নেতাকর্মীরা।
কুষ্টিয়া ল্যাবকেয়ার ডায়াগনস্টিকের চেয়ারম্যান ডা. সজিবুল হক বলেন, “আমি কুষ্টিয়ায় থাকলেও মেহেরপুরের সন্তান। তাই মেহেরপুরের মানুষের জন্য কিছু করতে চাই। সুযোগ পেলেই এখানে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা দেব।”
অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “অসহায় মানুষ যারা অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
বিডি প্রতিদিন/হিমেল