অস্ট্রেলিয়ায় সিডনির একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে সার্ফিং করতে গিয়ে হাঙরের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। দেশটির পুলিশ শনিবার খবরটি নিশ্চিত করেছে। ৩ বছরেরও বেশি সময় পরে এটি শহরে প্রথম প্রাণঘাতী হাঙর আক্রমণের ঘটনা ঘটেছে। এ কারণে একাধিক সৈকত বন্ধ করা হয়েছে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির উত্তরে অবস্থিত ওই সৈকতে সকাল ১০টার কিছু পরেই এই আক্রমণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘তাকে সমুদ্র থেকে উদ্ধার করে তীরে আনা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’ নিহত ব্যক্তি মারাত্মক আঘাত পেয়েছিলেন বলে জানানো হয়েছে।
ঘটনাস্থল থেকে সার্ফবোর্ডের দুটি খণ্ড উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে গেছে পুলিশ। হাঙরটি কোন প্রজাতির ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই আক্রমণের পর শনিবার বেশ কয়েকটি সৈকত সতর্কতা হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সিডনিতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে একজন সাঁতারুর মৃত্যুর পর এবারই প্রথম হাঙরের হাতে প্রাণহানি ঘটল। তার আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৬৩ সালে। সরকারি সংস্থা তারঙ্গা চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অস্ট্রেলিয়ায় এটি চতুর্থ প্রাণঘাতী হাঙর আক্রমণ। পশ্চিম অস্ট্রেলিয়ার একটি দূরবর্তী সৈকতে অগভীর পানিতে এক সার্ফার হাঙরের আক্রমণে মারা যান মার্চ মাসে। সূত্র: রয়টার্স।
বিডি প্রতিদিন/এএম