বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম আব্দুল আলীমের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা নাগরিক কমিটির আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, সাবেক হুইপ আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, সাবেক মন্ত্রী আব্দুল আলীমের জ্যেষ্ঠ ছেলে ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম বুলেটসহ প্রমুখ।
সভায় বক্তারা মরহুম আব্দুল আলীমের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
বিডি প্রতিদিন/এমআই