বাগেরহাটের ফকিরহাটে দুই কেজি গাঁজাসহ নুপুর আক্তার (৫৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার টাউন নওয়াপাড়া মোড়ে ঢাকাগামী একটি দূরপাল্লার পরিবহনে তল্লাশির সময় ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি নুপুর আক্তার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলী গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী। বর্তমানে সে ঢাকা মিরপুর এলাকায় বসবাস করে।
ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম শামীম এতথ্য নিশ্চিত করে জানান, মাদকের একটি চালান খুলনা থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া মোড়ের ঢাকাগামী একটি দূরপাল্লার পরিবহনে তল্লাশির সময় ২ কেজি গাঁজাসহ মাদক কারবারী নুপুর আক্তারকে গ্রেফতার করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো মামলা রয়েছে। বুধবার সকালে ফকিরহাট থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাদক কারবারী নুপুরকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/নাজমুল