ফেনীর ছাগলনাইয়া উপজেলা ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে আটককৃত গাঁজা ও গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল নিকটস্থ থানা ও কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধ ও মাদক ও গবাদিপশু পাচারের বিরুদ্ধে তাদের অভিযান আরও জোরদার করা হবে।
বিডি প্রতিদিন/এএম