নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ফরিদপুরে টাস্কফোর্সের অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দিনব্যাপী ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স।
অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যের লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং খাদ্যদ্রব্যে অনিয়মসহ একাধিক কারণে এসব জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: তাকওয়া লাইভ বেকারী: ১০,০০০ টাকা, মেসার্স মামার মুরগীর দোকান: ১,০০০ টাকা, মেসার্স বিসমিল্লাহ মিল্ক ভান্ডার: ১,০০০ টাকা, দাস ফার্মেসি: ৫,০০০ টাকা, উত্তম ফার্মেসি: ৬,০০০ টাকা
খান মেডিকেল: ৫,০০০ টাকা, জুসবার অ্যান্ড ফুড কর্নার: ৫,০০০ টাকা, আল রাজ্জাক হোটেল: ৫,০০০ টাকা
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তন্ময় ইসলাম ও দীপ্ত চক্রবর্তী। এ সময় বিএসটিআই-এর প্রসিকিউটর মো. খালিদ হাসান, ফিল্ড অফিসার এস. এম. সোহরাব হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
বিডি প্রতিদিন/জামশেদ