ফেনীর পরশুরাম পৌরসভার বাউরপাথর এলাকা থেকে এমরান হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত এমরান হোসেন ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল থেকেই এমরানের ঘরের আশপাশে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশে খবর দেন। পরে পরশুরাম মডেল থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা খুলে ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি দেখতে পায়।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।'
স্থানীয় সূত্রে জানা গেছে, এমরান দীর্ঘদিন ধরে পরিবার থেকে আলাদা থাকতেন এবং একাই ওই ঘরে বসবাস করতেন। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন এবং মাদকাসক্তির ইতিহাসও রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। এছাড়া, তার বিরুদ্ধে পূর্বে একটি হত্যা মামলার অভিযোগ ছিল বলেও জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, এমরানের চার ভাই রয়েছেন, যারা দেশের বিভিন্ন স্থানে বসবাস করেন। তিনি একাই গ্রামের বাড়িতে থাকতেন।
বিডি প্রতিদিন/মুসা