সিরাজগঞ্জের উল্লপাড়ায় অভিযান চালিয়ে কষ্টি পাথরের একটি মুর্তি উদ্ধার করেছে র্যাব-১২। এসময় চোরকারবাড়ী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগা মধ্যপাড়া গ্রামের আলমাছ আলীর ছেলে শাহিন আলম (৩০) ও একই উপজেলঅর শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫)।
র্যাব-১২ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান মহেশপুর গ্রামের পলাতক আসামি মিরাজ ফকিরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘরের মধ্য থেকে ৩১ কেজি ৫৪০ গ্রাম ওজনের যার দৈর্ঘ্য ২৪ ইঞ্চি এবং প্রস্থ ১২ ইঞ্চি কস্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, একই সময়ে ওই দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ