পটুয়াখালীর বাউফলে ডাকাতির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিপুর বাজার এলাকায় দুইটি বাসায় ডাকাতির পর পালানোর সময় স্থানীয়রা দুইজনকে আটক করে গণপিটুনি দেন। নিহত ব্যক্তির নাম মো. উজ্জল মোল্লা (৩২)। তিনি কনকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. ফারুক মোল্লার ছেলে। আহত রাজিব হোসেন (৩০) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামের মো. ছত্তার জোমাদ্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ডাকাতদল আদাবাড়িয়া ইউনিয়নের খলিল হাওলাদার ও আজাহার জমাদ্দারের বাসায় হানা দেয়। তারা বাসার লোকজনকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে। এসময় ভুক্তভোগীদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে দুইজনকে ধরে গণপিটুনি দেয়। তবে ডাকাতদলের অন্যান্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, ডাকাতির অভিযোগে আটক দুইজনকে স্থানীয়রা গণপিটুনি দিলে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ