লক্ষ্মীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এর সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, সেনাবাহিনীর দায়িত্বরত মেজর জিয়া উদ্দিন আহমেদ, পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মেজবা উল আলম ভূঁইয়া, বিভিন্ন রাজনৈতিক দলের জেলা নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে সন্তোষ প্রকাশ করেন। সভায় জলজট ও যানজট নিরসন এবং অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূলে যৌথ অভিযানসহ সামাজিক সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া সাইবার অপরাধ নিয়ে আইনগত মোকাবিলার সিদ্ধান্ত নেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম