বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে থানা কান্দি বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
কৃষ্ণনগর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ফায়েজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে.এম মামুনুর অর রশিদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম।
সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান। কৃষ্ণনগর ইউনিয়নের কৃষকদলের সদস্য সচিব মো. কামাল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাজী মো. জহিরুল হক জরু মিয়া, সদস্যসচিব মো. আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফুল মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. মুসা মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ