চুয়াডাঙ্গায় জুলাই-২৪ ছাত্র গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার আয়োজনে রবিবার বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ সদর উপজেলা শাখার সভাপতি আ.ন.ম হামিদুল হক মুক্তি। প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। দলের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি শহিদুল্লাহ বেবী, সাধারণ সম্পাদক শামসুল আলম, জীবননগর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ ও দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি মো. সালাউদ্দিন।
বিডি প্রতিদিন/এএ