পটুয়াখালীর কলাপাড়ায় আমির হোসেন (৪৩) নামের এক পল্লী বিদ্যুৎ ট্রান্সফরমা চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলী পাড়া থেকে তাকে আটক করা হয়। এর আগে একই স্থানের বিদ্যুতের খুঁটি থেকে দুইটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ট্রান্সফরমারটি নিতে আসলে তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে সে বরগুনা জেলার কাকচিড়া এলাকার রাজিব নামের এক সহযোগীর সাথে একত্রিত হয়ে চুরির কাজটি করেছে বলে স্বীকার করেন। আটককৃত আমির হোসেন পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামের মৃত্যু আ: মালেক প্যাদা’র ছেলে।
কলাপাড়া পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার মো.আনোয়ার হোসেন বলেন, উপজেলার বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে এই চোরচক্র বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে আসছে। বৃষ্টির পরিমান বাড়লেই চোরের উৎপাত বেড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদের ধরা হয়েছে। এজন্য তিনি স্থানীয়দের ধন্যবাদ জানান।
কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম বলেন, পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আটককৃত চোরকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম