কক্সবাজাররে টেকনাফে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। কারবারিরা মাছ ধরার নৌকা করে ইয়াবা পাচারের চেষ্টা করেছিল।
র্যাব- ১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউপিস্থ ১ নং ওয়ার্ডের মুন্ডার ডেইল ঘাট এলাকায় অভিযান চালায় র্যাব।
এসময় মাদক কারবারিরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় আব্দুল গফুরের ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকাটি জব্দ করে। পরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা ও এক লাখ টাকার মাছ ধরার জাল উদ্ধার করে। এসময় চারজন ইয়াবা কারবারিকে আটক করে।
অভিযানকালীন সময়ে ধৃত আসামিদের সহযোগী আসামি আব্দুল গফুর (৩৫) দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, আবদুর রাজ্জাকের পুত্র মোঃ ফরিদ আলম (৪০), ফিরোজ আহমদের পুত্র মোঃ নুরুল আফছার (২১), আবদুস সালামের পুত্র মোঃ শওকত আলম (১৯) ও নুর হোসেনের পুত্র মোঃ আকিল (১৮)। এরা সকলেই টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ