পঞ্চগড়ের সদর উপজেলায় এসএসসি, দাখিল এবং এইচএসসি, আলিম সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদেরকেও সংবর্ধনা দেয়া হয়।
সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। এই ইউনিয়নের জিপিএ এবং বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ২০ শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বই, ডায়েরী ও কলম তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, মাদক, মোবাইল আসক্তি, অনলাইন গেম থেকে দূরে থেকে পড়াশোনা মনোযোগী হতে হবে। পুুঁথিগত বিদ্যা নয় সামগ্রিক বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করতে হবে। বাবা মায়ের কথা মত চলতে হবে। শুধু ডিগ্রি অর্জন করে চাকরি নেয়া উদ্দেশ্য নয়, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তবেই আমরা স্বার্থক হবো।
বিডি প্রতিদিন/হিমেল